এশিয়া

সু চি'র বিরুদ্ধে নতুন মামলা করেছে সামরিক জান্তা সরকার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ১১:১৫:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতির অভিযোগ এনে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি'র বিরুদ্ধে নতুন মামলা করেছে দেশটির দুর্নীতি বিরোধী কমিশন।

এছাড়া ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। বুধবার (৯ জুন) রাজধানী নেপিদোতে তার বিরুদ্ধে মামলা করা হয়। বৃহস্পতিবার (১০ জুন) এ খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।

সু চি'র বিরুদ্ধে তার দাও খিন কি ফাউন্ডেশনের জন্য বরাদ্দ করা জমির অপব্যবহার এবং অর্থ ও স্বর্ণে ঘুষ নেয়ার অভিযোগ তোলে হয়েছে। দোষী সাব্যস্ত হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

আরও পড়ুন