খেলাধুলা, ফুটবল

সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার শাস্তি

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে নভেম্বর ২০২১ ০৩:৪৩:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০১৫ সালের আলোচিত ‘সেক্স টেপ’কাণ্ডে দোষী প্রমাণিত হয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। সাবেক সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার সঙ্গে জড়িত থাকায় তাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্সের একটি আদালত।

একইসঙ্গে তাকে জরিমানা করা হয়েছে ৭৫ হাজার ইউরো।

মামলার বিবরণী থেকে জানা যায়, করিম বেনজেমার বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে ভালবুয়েনার একটি সেক্স টেপ ফাঁস করে দেওয়ার ব্ল্যাকমেইলিং-এ যুক্ত অন্য চারজনের সাথে তিনিও যুক্ত ছিলেন। তদন্তকারীরা বলছেন, বেনজেমা তার সতীর্থ ভালবুয়েনাকে চাপ দিয়েছিলেন, যাতে তিনি ব্ল্যাকমেইলারদেরকে টাকা দিয়ে সেক্স টেপটি লোকচক্ষুর অন্তরালে রাখেন। যদিও বেনজেমার আইনজীবী বলছেন, তার মক্কেল কোনো অন্যায় করেননি এবং তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অযৌক্তিক।

উল্লেখ্য, সেক্স টেপ কেলেঙ্কারিতে জড়িয়ে  ফ্রান্স জাতীয় দল থেকে জায়গা হারিয়েছিলেন বেনজেমা। ছয় বছর মাঠের বাইরে ছিলেন তিনি। 

আরও পড়ুন