বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

'সেপ্টেম্বরেই র‌্যাপিড আরটিপিসিআর কার্যক্রম শুরুর প্রত্যাশা'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই সেপ্টেম্বর ২০২১ ০৫:৪১:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি মাসের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাপিড আরটিপিসিআর টেস্ট কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

সকালে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত অভিবাসন বিষয়ক এক কর্মশালায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ কল্যাণ মন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয় নির্বাচিত ৭ টি ল্যাব প্রতিষ্ঠানের মধ্যে আপাতত ৬ টি ল্যাব করোনা পরীক্ষার কার্যক্রম চালাবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এদিকে অনুষ্ঠানে অভিবাসন খাতের নানান সংকট ও সমাধানের বিষয়গুলো তুলে ধরেন উপস্থিত বক্তারা।

অভিবাসী কর্মীদের প্রশিক্ষণ, পুনর্বাসন কার্যক্রমসহ বাংলাদেশ  ও অভিবাসন সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজ করারও আহ্বান জানানো হয়। 

আরও পড়ুন