বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০৫:০৫:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ মাসেই প্রতিটি বিভাগে একটি করে কিডনি হাসপাতাল অনুমোদন হয়ে যাবে। সেই সাথে প্রতিটি জেলায় ১০ ইউনিটের কিডনি ডায়লসিস সেন্টার করা হবে।

শুক্রবার দুপুরে, মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেল উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভালমানের ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে হবে। সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্ণেল মালেক মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কলেজের  প্রকল্প পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার
শিশির রঞ্জন দাস, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন, মোঃ ওয়ালি উল্লাহ বক্তব্য রাখেন।

আরও পড়ুন