কাল লোকসভায় উঠছে বিল

ভারতে বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের উদ্যোগ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে নভেম্বর ২০২১ ১১:৪৪:০৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সোমবার। এদিন অধিবেশনে বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের বিল উত্থাপন করবেন দেশটির কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার।

ওই দিন অধিবেশনে দলের সব পার্লামেন্ট সদস্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ জারি করেছে বিজেপি। শুক্রবার রাতে এ নির্দেশ জারি করা হয়। এর আগে, গত সপ্তাহে ১৯শে নভেম্বর বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে এখনও আন্দোলন থেকে সরে আসেননি কৃষক নেতারা। তাদের দাবি, ঘোষণা নয়, তিন কৃষি বিল আইন করে বাতিল হলেই তারা আন্দোলন থেকে সরে আসবেন।

এদিকে, পরবর্তী পদক্ষেপ নিয়ে আজ বৈঠকে বসবে আন্দোলনে নেতৃত্ব দেয়া সংযুক্ত কিষাণ মোর্চা।

গত বছর সেপ্টেম্বরে বিজেপি সরকার সংশোধনের মাধ্যমে তিনটি কৃষি বিলকে আইনে পরিণত করে। এর ফলে দরাদরির ক্ষমতা কমে যাওয়ায় ও বেসরকারি সেক্টরের প্রবেশের কারণে কৃষকরা লোকসানে পড়ার আশঙ্কায় সেগুলো বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। বেশ কয়েক দফা আলোচনা ও আদালতের হস্তক্ষেপের পরও সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসায় এক বছর ধরে আন্দোলন চালিয়ে যান দেশটির কৃষকরা। বৈরি আবহাওয়া ও বিক্ষোভে প্রাণ হারিয়েছেন বহু কৃষক।

আরও পড়ুন