আন্তর্জাতিক, আরব

সোলাইমানির পর এবার বাসিজ ফোর্সের কমান্ডার মোজাদ্দামি নিহত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০৯:১০:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুদস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাসেম সোলাইমানির পর এবার আততায়ীদের হামলায় নিহত হয়েছেন ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি। তিনি ছিলেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার।

বুধবার, ইরানের দক্ষিণ-পশ্চিমে খুজেস্তানের দারখোভিন শহরে নিজের বাড়ির সামনে মাথায় গুলি করে মোজাদ্দামিকে হত্যা করে দুই সন্ত্রাসী। দেশটির  রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মাথায় গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে, ওই হত্যার দায় কেউ স্বীকার করেনি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। দেশের ভেতর যে কোন আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হয়।

এর আগে, গত ৩রা জানুয়ারি ইরাকের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন সোলাইমানি।

আরও পড়ুন