প্রবাস

সৌদিতে যাওয়া গৃহকর্মী ফিরলেন মানসিক ভারসাম্যহীন হয়ে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে অক্টোবর ২০২১ ০৮:৪০:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তিন বছর আগে সুস্থ, স্বাভাবিক অবস্থায় গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়েছিলেন এক নারী। ফিরে এসেছেন মানসিক ভারসাম্যহীন হয়ে।

চায়না খাতুন, বয়স চল্লিশের কাছাকাছি। গেল তিন দিন ধরে এভাবেই পড়ে আছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বলতে পারছেন না নিজের নাম-পরিচয়।  খাচ্ছেন না কিছু। আশেপাশে মানুষ দেখলেই ভয়ে চিৎকার করছেন। শুক্রবার তাকে উদ্ধার করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে সৌদি থেকে ঢাকায় আসেন এই নারী।

পরে তার ট্রাভেল পাস দেখে নাম, পরিচয় শনাক্ত করা হয়। ওই নারীর বাড়ি পাবনার ঈশ্বরদীতে।

ব্র্যাকের অভিবাসন বিভাগের কর্মকর্তারা জানান, গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে যাওয়া অনেক নারীর পরিণতিই হয় চায়না খাতুনের মতো।

ব্রাকের অভিবাসন বিভাগের সাইকো সোশ্যাল কাউন্সিলর ফাহমিদা খান উর্মি জানান, অনেক অভিবাসী কর্মীই মানসিক ভারসাম্যহীন হয়ে ফেরত আসছেন। তাদের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আসা নারী কর্মীর সংখ্যাই বেশি। এ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি।

ব্রাকের অভিবাসন বিভাগের তথ্য কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবীর জানান, অনেকেই চায়না খাতুনের মতো মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে ফেরত আসেন।

চায়না খাতুনের পরিবারকে তার ফেরার কথা জানানো হয়েছে। দু'একদিনের মধ্যে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন