আন্তর্জাতিক, আরব

সৌদি সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

আবু বকর

ডিবিসি নিউজ

শুক্রবার ২৯শে এপ্রিল ২০২২ ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সৌদি সফরে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

স্থানীয় মুদ্রার ক্রমাগত দরপতন ও বাড়তে থাকা মুদ্রাস্ফীতির কারণে সাম্প্রতিক সময়ে সংকট বাড়ছে আঙ্কারার। তাই জ্বালানি সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে সহায়তা পেতেই সৌদি সফরে গেলেন এরদোয়ান।

বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছানোর পর সৌদি রাজা সালমান ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

এর আগে ইস্তাম্বুল ত্যাগের পূর্বে এরদোয়ান জানান, দুই দেশের সম্পর্কের এক নতুন যুগ শুরু হবে এই সফরের মাধ্যমে। সফরে যৌথ স্বার্থ সংশ্লিষ্ট নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই দেশের।

এর আগে ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি দূতাবাসে রাজপরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। তারপর থেকেই দুদেশের সম্পর্কে কিছুটা অবনতি ঘটে।

আরও পড়ুন