এসএ গেমস

স্বর্ণ জেতা হলো না ফুটবলে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ৮ই ডিসেম্বর ২০১৯ ০৮:২৯:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এসএ গেমসে সাত স্বর্ণ জয়ের দিনে ফুটবলে হতাশা। ফাইনাল খেলতে হলে জিততেই হতো নেপালের বিপক্ষে। তবে, জেমি ডে'র শিষ্যরা ১-০ গোলে হেরে গেছে স্বাগতিকদের কাছে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সমীকরণটা ছিলো সোজা সাপ্টা। নয় পয়েন্টে ভুটান চলে গেছে ফাইনালে। নেপালের পয়েন্ট সাত। বাংলাদেশের চার। জিতলে নেপালের সমান সাত পয়েন্ট হতো বাংলাদেশের। হেড টু হেডে এগিয়ে থেকে ফাইনাল খেলতো লাল-সবুজের দল।

তবে, শুরুতেই সেই স্বপ্ন ভেঙে দেয় হোস্টরা। সুজাল শ্রেষ্ঠার দারুণ পাসে স্কোরশিটে নাম তুলেন সুনিল বাল। এগার মিনিটে খাওয়া গোলটা বাকিটা সময় বহু চেষ্টা করেও আর শোধ দিতে পারেনি জামাল ভূঁইয়ারা।

ক্রিকেটে মেয়েরা স্বর্ণ জিতেছে, ছেলেরাও ফাইনালে উঠেছে। ফুটবলেও ছিলো স্বর্ণের প্রত্যাশা। তবে, একটা ম্যাচ জিতলেও এক ড্র আর দুই হারে গ্রুপ পর্বেই বাদ পড়লো বাংলাদেশ।

আরও পড়ুন