এসএ গেমস

স্বর্ণ জয়ের লড়াইয়ে কাল সালমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৭ই ডিসেম্বর ২০১৯ ০৭:৩৭:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এসএ গেমসে ক্রিকেটের নারী বিভাগের ফাইনালে আগামীকাল রবিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

রৌপ্য জেতা নিশ্চিত হয়েছে আগেই। এবার ইতিহাস গড়ার পালা। তাতেই মনোযোগ টাইগ্রেসদের। রাউন্ড রবিন লিগের তিন ম্যাচেই সহজে জিতেছে তারা। শেষ ম্যাচে টি টোয়েন্টিতে নারী ক্রিকেটে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির রেকর্ড গড়েছে বাংলাদেশ।

এসএ গেমসের নারী ক্রিকেটের অভিষেক আসরেই স্বর্ণ জিতেই দেশে ফিরতে চান অধিনায়ক সালমা খাতুন। সেই আত্মবিশ্বাস ফাইনালেও কাজে দেবে সালমাদের। বাড়তি চাপ না নিয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন লাল-সবুজের ক্রিকেট কন্যারা। একই সঙ্গে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সুযোগটাও নিতে প্রস্তুত তারা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেডকোচ অঞ্জু জৈন জানান, 'শ্রীলংকা কঠিন প্রতিপক্ষ। তাদের দলে ভালো অলরাউন্ডার আছে। আমাদের দলও সিনিয়র-জুনিয়র নিয়ে দারুন ব্যালেন্সড। একটা ভালো ফাইনাল হতে যাচ্ছে। উইকেটও ব্যাটিং সহায়ক মনে হয়েছে। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপে ভালো করা। গত কয়েকটি সিরিজে ব্যাটিং-ফিল্ডিং ভালো হয়নি, এ নিয়ে আমরা কাজ করেছি।'

আরও পড়ুন