জাতীয়, অর্থনীতি

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে নভেম্বর ২০২১ ১০:০৯:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

 স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদিত হয়েছে।

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ বছর পর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হবে। বাংলাদেশ অর্থনৈতিক ভঙ্গুরতা, মানব উন্নয়ন সূচক ও মাথাপিছু আয় এই তিনটি সূচকেই মাপকাঠি পূরণ করে এ যোগ্যতা অর্জন করেছে।

করোনা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২৩শে নভেম্বর পর্যন্ত সময় দিল জাতিসংঘের বিশেষ কমিটি সিডিপি। বাংলাদেশ ছাড়া নেপাল ও লাওসকে দেয়া হয়েছে বাড়তি দুই বছর সময়। এই তিন দেশই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য পাঁচ বছরের বাড়তি সুবিধা পাবে।

বাংলাদেশ গত ২৬শে ফেব্রুয়ারি জাতিসংঘের ‘কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি)’ ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মানদণ্ড পূরণের মাধ্যমে উত্তরণের সুপারিশ লাভ করেছিল। সিডিপি একই সঙ্গে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাঁচ বছরব্যাপী প্রস্তুতিকালীন সময় প্রদানের সুপারিশ করেছে।

আরও পড়ুন