ইউরোপ

স্বাস্থ্যসেবা খাত যুক্তরাষ্ট্রের হাতে দেয়ার অভিযোগ, বরিসের অস্বীকার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৭ই ডিসেম্বর ২০১৯ ০৭:৫৬:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন এখন নির্বাচনী প্রচারে মুখর। এবার, নির্বাচনি প্রচারে বেশ গুরুত্ব পাচ্ছে দেশটির স্বাস্থ্যসেবা খাত।

বরিস জনসনের রক্ষণশীল দল নির্বাচনে জিতলে দেশটির স্বাস্থ্য পরিষেবা মার্কিন কোম্পানির হাতে চলে যাবে বলে সতর্ক করেছেন শ্রমিক দলের নেতা জেরেমি করবিন। তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন বরিস জনসন।

রক্ষণশীল দলের নেতা, প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী ১০ বছরে জাতীয় স্বাস্থ্যসেবার উন্নয়নে ৪০টি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও, ৫০ হাজার নার্স নিয়োগের কথাও বলেছেন তিনি।

অন্যদিকে, শ্রমিক দলের নেতা জেরেমি করবিন দিচ্ছেন সাধারণ জনগণকে ভালো রাখার প্রতিশ্রুতি।

তবে, এসবকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বরিস জনসনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি বিষয়ক পরিকল্পনা।

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা খাতকে যুক্তরাষ্ট্রের বড় বড় ওষুধ কোম্পানির কাছে তুলে দেয়ার অপচেষ্টার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে চুক্তি সইয়ের পরিকল্পনার অভিযোগ তুলেছেন শ্রমিক দলের নেতা করবিন।

এদিকে, টেলিভিশন বিতর্কে জলবায়ু পরিবর্তন নিয়ে নিজেদের অবস্থান জানাতে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা হাজির হলেও যোগ দেননি বরিস জনসন।

জলবায়ু সতর্কতায় যুক্তরাজ্যে কার্বন নিঃসরণ ও গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেছেন জেরেমি করবিনসহ অন্য নেতারা।

আরও পড়ুন