বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

স্বাস্থ্য বিভাগের সফলতার কারণে করোনায় মৃত্যুর হার কম: স্বাস্থ্যমন্ত্রী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই আগস্ট ২০২০ ০৬:২৫:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে বঙ্গবন্ধুর আশা পূরণ হয়েছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস এ জাতীয় শোক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রীর দাবি করেন দেশের প্রতিটি মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে গেছে। সেই সঙ্গে তিনি আরও দাবি করেন যে, স্বাস্থ্য বিভাগের সফলতার কারণে জনসংখ্যার তুলনায় করোনায় মৃত্যুর হার কম। সংক্রমণের হারও কমে এসেছে। সুস্থতা বেড়েছে। এটি বড় অর্জন।

অল্প কিছু দিনের মধ্যেই করোনার বাংলাদেশ থেকে চলে যাবে তাই ভ্যাকসিনের প্রয়োজন বাংলাদেশে নাও হতে পারে। তবে প্রস্তুত রাখা হবে ভ্যাকসিনের বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন