আন্তর্জাতিক, আমেরিকা

হংকংয়ের প্রধান নির্বাহীসহ ১১ জনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৮ই আগস্ট ২০২০ ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন ট্রেজারি বিভাগ ১১ চীনা কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করে।

চীনা বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি ল্যামসহ ১১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হংকংয়ের স্বায়ত্বশাসন খর্ব করার অভিযোগে শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ১১ চীনা কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র হংকংয়ের জনগণের পাশেই আছে এবং আমরা তাদের স্বায়ত্তশাসন ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। হংকংয়ে চীনের দমন নিপীড়নের জবাব দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে এক নির্বাহী আদেশে সাক্ষর করেন। এই নিষেধাজ্ঞা তারই প্রতিফলন।

সম্প্রতি চীন হংকংয়ের ওপর নতুন একটি নিরাপত্তা আইন আরোপ করে। বিশ্লেষকরা দাবি করেন, এই আইনের কারণে হংকংয়ের স্বায়ত্বশাসন ভেস্তে গেছে।

আরও পড়ুন