আন্তর্জাতিক, এশিয়া

হংকংয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৪:২৬:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হংকংয়ে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে প্রায় এক থেকে দুইশ বিক্ষোভকারী অবরুদ্ধ হয়ে পড়েছে।

গত কয়েকদিন ধরেই হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয় দখল করে বিক্ষোভ করে তারা।

রবিবার সন্ধ্যা পর্যন্ত সময় বেধে দেয়ার পরও বিশ্ববিদ্যালয় না ছাড়ায় সোমবার দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের টিয়ার গ্যাস ও জল কামানের জবাবে পেট্রল বোমা, ইট ও তীর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। সহিংসতার কারণে তাদের আটকের হুঁশিয়ারি দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় কয়েকজনকে আটকও করা হয়।

এতে আতঙ্কিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে লুকিয়ে রয়েছেন অনেকেই। অবরুদ্ধদের বেশিরভাগই পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এবং তাদের কাছে খাবার ও চিকিৎসা সামগ্রীও প্রায় শেষ।

এদিকে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার আহবান জানিয়েছেন প্রধান নির্বাহী ক্যারি লাম।  

আরও পড়ুন