অর্থনীতি, জেলার সংবাদ

হঠাৎ করেই বেড়েছে চালের দাম

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ১১:০৩:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধানের জেলা দিনাজপুরে হঠাৎ করেই বেড়ে চলেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে দেড়শ টাকা। তবে, চালকল মালিকদের দাবি, ধানের দাম বেড়েছে তাই চালের দামে এর প্রভাব পড়েছে।

বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে গেছে। ৪২ টাকা কেজির মিনিকেট ৪৫ টাকায়, ৩৫/৩৬ টাকা কেজির আটাশ চাল ৩৯ টাকা, ২৫/২৬ টাকার গুটি স্বর্না ২৮ টাকা এবং ৫০ টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে ৫৬ টাকায়।

হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। দাম বাড়ার পেছনে চালকল মালিক ও মজুতদারদের কারসাজিকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা।

আর, জেলার চালকল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ায় চালের দামে এর প্রভাব পড়েছে। বরং মোটা চাল আগের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে বলে দাবি তাদের।

আরও পড়ুন