জাতীয়, অর্থনীতি, জেলার সংবাদ

হতাশায় মৌসুমী ব্যবসায়ীরা

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ৩রা আগস্ট ২০২০ ১১:০৯:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদের তৃতীয় দিনেও চামড়া নিয়ে হতাশায় মৌসুমী ব্যবসায়ীরা। সাভারে ট্যানারি শিল্প এলাকায় জমে ওঠেনি চামড়া কেনাবেচা। সরবরাহ কমেছে প্রায় দ্বিগুণ।  

সাভারের ১৫৫টি ট্যানারি কারখানার মধ্যে খোলা রয়েছে প্রায় ১৩৫টি।  এসব ট্যানারি এখন পর্যন্ত গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ কম চামড়া কিনেছেন।  এতে কমেছে লবণ মাখানো শ্রমিকসহ মৌসুমি ব্যবসায়ীদের আনাগোনা।

অন্যদিকে, চামড়া কম আসায় লবণ শ্রমিকরা পড়েছেন বিপাকে। আগে প্রতি চামড়ায় লবণ লাগাতেন ৬০ টাকায়, এবার তা নেমে এসেছে ২০ টাকায়। নাটোরের আড়তদারদের দাবি, ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় না হওয়ায় চামড়া কেনা নিয়ে অনিশ্চয়তায় তারা।

দিনাজপুরেও চামড়া নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। সেখানে আড়ৎদাররা চামড়া কেনা গত রাত ১টা থেকে বন্ধ করে দিয়েছেন। এছাড়া, চট্টগ্রামে চামড়া কেনা শেষ করেছেন আড়ৎদাররা।  

আরও পড়ুন