আন্তর্জাতিক, আমেরিকা, আরব

হামলাকারী আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে না: ট্রাম্পকে সৌদি বাদশাহ

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ৭ই ডিসেম্বর ২০১৯ ০২:২৩:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৌঘাঁটিতে সৌদি শিক্ষার্থীর গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

শনিবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটে ট্রাম্প জানান, সৌদি বাদশা টেলিফোনে তাকে বলেছেন, ওই হামলাকারী সৌদি আরবের প্রতিনিধিত্ব করে না। এ ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সৌদি বাদশা।

প্রশিক্ষণের জন্য মোহাম্মেদ সাইদ আলশামরানি নামের ওই শিক্ষার্থী ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটিতে ছিল। স্থানীয় সময় শুক্রবার সকালে ক্লাসরুমেই হামলা চালায় সে।

হামলায় আরো আটজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  পরে পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়।  

আরও পড়ুন