আন্তর্জাতিক, আমেরিকা

হামলায় বৈধ অস্ত্র ব্যবহার করেছিলেন আলশামরানি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৯ই ডিসেম্বর ২০১৯ ১০:১৩:৪১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটিতে হামলাকারী সৌদি সামরিক কর্মকর্তা সাঈদ আলশামরানি হামলায় বৈধ অস্ত্র ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে গোয়েন্দারা। 

সংবাদ সম্মেলনে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তররীণ গোয়েন্দা সংস্থা এফবিআই’র কর্মকর্তা রেচেল রোহাস বলেন, আলশামরানি ফ্লোরিডা থেকেই বৈধভাবে অস্ত্র কিনেছিলেন। ২১ বছর বয়সী মোহাম্মদ সাঈদ আলশামরানি সৌদি বিমানবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। পেনসাকোলা নৌঘাঁটিতে প্রশিক্ষণ নিতে আসেন তিনি।

শুক্রবার সকালে আলশামরানি শ্রেণীকক্ষে এলোপাতাড়ি গুলি চালান। এতে তিনজন নিহত হয়, আহত হয় নৌ কর্মকর্তাসহ ৮ জন। পরে পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়। দীর্ঘদিন ধরেই পেনসাকোলা নৌঘাঁটিতে বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের বিমান চালনা প্রশিক্ষণ দিয়ে থাকে পেন্টাগন।  

আরও পড়ুন