আন্তর্জাতিক, ইউরোপ

হার্ড ইমিউনিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্পেনের মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশের শরীরে করোনাভাইরাসের এন্টিবডি তৈরি হয়েছে। সোমবার একথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ফলে করোনা ঠেকাতে হার্ড ইমিউনিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন গবেষকরা।

গত তিন মাসে স্পেনের ৬০ হাজারের বেশি করোনা আক্রান্তের ওপর তিন দফায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। আক্রান্তদের ১৪ শতাংশের শরীরে গবেষণার প্রাথমিক ধাপে এন্টিবডি পাওয়া গেলেও, শেষ ধাপে এন্টবডি পরীক্ষার ফল নেগেটিভ আসে।

ফলে করোনার এন্টিবডি গড়ে উঠলেও তা দীর্ঘস্থায়ী নয় বলে মনে করছেন গবেষকরা। বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গহীন আক্রান্তদের শরীর থেকে এন্টিবডি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন