আমেরিকা

হাসপাতালে ভর্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন

ফারুক হোসাইন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই অক্টোবর ২০২১ ০৩:৪১:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রক্তের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। 

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইরভিনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বেশ ভালো সাড়া দিচ্ছেন তিনি।

এক টুইট বার্তায় ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা জানিয়েছেন, সংক্রমণ নিয়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি হলেও রোগটি করোনা সংশ্লিষ্ট নয়।

তিনি আরও জানান, 'বিল ক্লিনটন ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এবং তিনি মানসিকভাবে প্রফুল্ল আছেন। যারা তার সেবাযত্ন করছেন সেই চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।’

সিএনএন জানায়, ৭৫ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ক্লান্ত বোধ করার পর হাসপাতালে যান। সেখানে তার শরীরে রক্ত প্রবাহের সংক্রমণ সেপসিস ধরা পড়ে। চিকিৎসকদের ধারণা, মূত্রনালী থেকে সংক্রমণ শুরু হয়েছিলো।

ক্লিনটনের চিকিৎসক আলপেশ আমিন ও লিসা বারডাক জানান, তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। আরও পর্যবেক্ষণের জন্য ক্লিনটনকে হাসপাতালে রাখা হবে। তার রক্তে শ্বেতকণিকার সংখ্যা হ্রাস পাচ্ছে।

আরও পড়ুন