কৃষি

হিলিতে সরিষার ভালো ফলনে কৃষকের মুখে হাসি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই জানুয়ারী ২০২২ ১০:৩২:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনুকূল আবহাওয়া আর রোগ বালাই না থাকায় দিনাজপুরের হিলির হাকিমপুর উপজেলায় সরিষার আবাদ ভালো হয়েছে। মৌ মৌ গন্ধ ছুটেছে চারদিক। হাসি ফুটেছে কৃষকের মুখে। ভোজ্যতেলের দাম বাড়ায় সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এবছর সরিষার ফলন ভাল হবে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ।

দিনাজপুরের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বেশি সরিষা চাষ হয় হিলির হাকিমপুর উপজেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশে বিভিন্ন মোকামে পাঠানো হয় এখানকার সরিষা। তাই সরিষা আবাদে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

এবছর ৮৩০ হেক্টর জমিতে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও সরিষার আবাদ হয়েছে এক হাজার ৪৪০ হেক্টর জমিতে।

চাষিরা জানায়, অন্যান্য ফসলের তুলনায় সরিষা আবাদে খরচ কম, লাভ বেশি। এ কারণে সরিষা আবাদে বেশি আগ্রহী হচ্ছেন তারা।

কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়াতে মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা দেয়া হচ্ছে।

হাকিমপুর কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা ড. মোমতাজ সুলতানা বলেন, সরিষা আবাদে এবার লক্ষ্যমাত্রা ছিল ৮৩০ হেক্টর জমিতে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি। বিভ্নি প্রদর্শনীও করেছি। এসব কারণে এবার ফলন ভালো হয়েছে।

আর্থিক সহায়তা পেলে আবাদ তিন গুন বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের।

আরও পড়ুন