রাজনীতি, জেলার সংবাদ

হেফাজতের নেতা ইয়াকুব ওসমানী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ০৯:৩০:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ইয়াকুব ওসমানী গ্রেপ্তার।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে ওলামায়ে ইসলাম, ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় (৬ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের  একটি দল ফেনী জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাংচুর ও সহিংসতার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন যায়গায় তাণ্ডব চালানোর সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান তাকে তাণ্ডব মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আরও পড়ুন