আন্তর্জাতিক, ভ্রমণ

হোটেল নিয়ে নেতিবাচক রিভিউ দেয়ায় মার্কিন পর্যটকের নামে মামলা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর ২০২০ ০৯:৩৮:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

থাইল্যান্ডের একটি হোটেলে থাকার পর তা নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে নেতিবাচক রিভিউ দেয়ায় মার্কিন এক পর্যটকের নামে মামলা করা হয়েছে। 

ওয়েসলি বার্নস নামের ওই পর্যটক হোটেলের সুনাম ক্ষুণ্ণ করেছে এ অভিযোগ এনে সি ভিউ রিসোর্ট তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে। চলতি বছরের শুরুর দিকে ওই রিসোর্টে গিয়েছিলেন ওয়েসলি বার্নস নামের ওই পর্যটক। পরে মার্কিন পর্যটক ট্রিপ অ্যাডভাইজারসহ বিভিন্ন ওয়েবসাইটে হোটেলটির বিরুদ্ধে ‘আধুনিক যুগের দাসত্বের’ অভিযোগ আনেন।

হোটেলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বার্নেস হৈচৈ সৃষ্টি করেছিলেন এবং একটি কর্কেজের ফি দিতে তিনি অস্বীকার করেন। পরে হোটেল ম্যানেজারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

এই ঘটনার পর বার্নেস হোটেলটি সম্পর্কে নেগেটিভ রিভিউ পোস্ট করেন। এরপরই হোটেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মানহানির মামলা করে। দোষী প্রমাণিত হলে মার্কিন এ নাগরিকের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 

আরও পড়ুন