খেলাধুলা, ফুটবল

য়্যুভেন্তাসের নতুন কোচ আন্দ্রেয়া পিরলো

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ৯ই আগস্ট ২০২০ ০৫:২০:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবল খেলোয়াড় আন্দ্রেয়া পিরলোকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে য়্যুভেন্তাস।

আন্দ্রেয়া পিরলোর সাথে দুই বছরের চুক্তি করেছে সিরি আ চ্যাম্পিয়নরা। লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় য়্যুভেন্তাস।

সেই জেরে মারিসিও সাররিকে বরখাস্ত করে ক্লাবটা। এর কয়েক ঘন্টার মধ্যেই পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। ক’দিন আগেই য়্যুভেন্তাসের অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের কোচের দায়িত্ব পান তিনি।

সেই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে পাবার আগেই প্রধান দলের দায়িত্ব পেলেন ৪১ বছর বয়সী পিরলো। এর আগে কখনো কোন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি।

২০১৭ তে সব ধরণের ফুটবল থেকে অবসর নেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। ক্লাব ক্যারিয়ারে য়্যুভেন্তাসের হয়ে খেলেছেন ২০১১ থেকে ২০১৫ মৌসুম। জিতেছেন সিরি আ, কোপা ইতালিয়াসহ আরো বেশ কিছু শিরোপা। এর বাইরে অন্য ক্লাবের হয়েও অনেক অর্জন আছে পিরলোর।

আরও পড়ুন