জেলার সংবাদ, ভ্রমণ

১০০ দিন পর খুলে দেয়া হলো কুয়াকাটা সমুদ্র সৈকত

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১লা জুলাই ২০২০ ০৯:০৩:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয়েছে হোটেল মোটেলও।

করোনার প্রভাবে ১০০ দিন বন্ধ থাকার আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয়েছে হোটেল মোটেলও।

পর্যটনশিল্প রক্ষায় তিনদিনের প্রশিক্ষণ শেষে ১৪টি শর্তে এ ঘোষণা দেয় জেলা প্রশাসন। করোনার কারণে গত ১৮ই মার্চ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়। এরফলে ক্ষতির মুখে পড়ে পর্যটন সংশ্লিষ্ট নানা পেশার মানুষ।

এ অবস্থায় পর্যটন শিল্প রক্ষায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহয়তায় তিনদিনের প্রশিক্ষণ শেষে খুলে দেয়া হলো এই সৈকত। তবে, কেউ স্বাস্থ্য বিধি না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। একই সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের অপরুপ দৃশ্য উপভোগের জন্য সারা বছরই ভিড় লেগে থাকতো কুয়াকাটায়।

আরও পড়ুন