জাতীয়, অর্থনীতি

'১০ দিনের মধ্যে কমবে পেঁয়াজের দাম'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই অক্টোবর ২০১৯ ১১:০০:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১০ দিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী।

আগামী ১০ দিনের মধ্যে মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বাংলাদেশে পৌঁছাবে। আর এ পেঁয়াজ পৌঁছালেই দাম কমবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার বিকেলে, রাজধানীর একটি হোটেলে রপ্তানি বিষয়ক সেমিনার শেষে তিনি এ কথা জানান।

আরিস্তা এক্সপোর্ট ডটকমের দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। জানানো হয়, এই অনলাইন বিজনেস টু বিজনেস মার্কেটপ্লেসের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য, এবং সৃজনশীল উদ্ভাবনগুলো বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরা যাবে। এতে সময় ও খরচ-দুইই বাঁচবে।

সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, রপ্তানি বাড়াতে ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়ন চায় বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রী  জানান, দেশের পেঁয়াজের মৌসুম শুরু না হওয়া পর্যন্ত বাজার স্বাভাবিক হবে না।

আরও পড়ুন