আন্তর্জাতিক, ইউরোপ

১২ থেকে ১৫ বছর বয়সিদের করোনা টিকা দেবে যুক্তরাজ্য

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৪ই সেপ্টেম্বর ২০২১ ০৯:০০:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১২ থেকে ১৫ বছর বয়সিদের করোনা টিকা দেবে যুক্তরাজ্য। সোমবার এঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের শীর্ষ স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টাদের সংগঠন চীফ মেডিক্যাল অফিসার্স।

স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

আগামী সপ্তাহ থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হবে দেশটির ১২ থেকে ১৫ বছর বয়সি শিশুদের।

এদিকে, ব্যাপক হারে করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি এক গবেষণা প্রবন্ধে একথা জানিয়েছেন সংস্থা দুটির বিজ্ঞানীএবং সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা। তবে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় কিছু মানুষের বুস্টার ডোজ দরকার হতে পারে বলে উল্লেখ করেছে সংস্থা দুটি।

অন্যদিকে, গেল একদিনে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে। সোমবার বিশ্বে ৬ হাজার ৮শ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে শনাক্ত হয়েছে ৪ লাখ ৪০ হাজারের বেশি।  

আরও পড়ুন