আন্তর্জাতিক, অন্যান্য

১২-১৫ বছর বয়সীদের জন্য বেশি কার্যকর ফাইজারের টিকা

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে নভেম্বর ২০২১ ১২:১৩:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয়। কিশোর-কিশোরীদের ওপর চালানো এক গবেষণায় এমনটি দেখা গেছে বলে জানিয়েছে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি।

ফাইজার জানায়, দুই ডোজ টিকা নেওয়া কিশোর-কিশোরীদেরকে দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাসের বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে দেখা গেছে তা কোভিড প্রতিরোধে শতভাগ কার্যকর হয়েছে। 

ট্রায়ালে পাওয়া ফল ও তথ্য মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে আগামী সপ্তাহে টিকা অনুমোদনের জন্য জমা দেবে ফাইজার। ১২ বছর এবং এর বেশি বয়সীদের দেহে ৩০ মাইক্রোগ্রাম ডোজ দেওয়ার ব্যাপারেও ছাড়পত্র চাইবে প্রতিষ্ঠানটি। গত মে মাসে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় এফডিএ। এরপর গত আগস্টে ১৬ বছর বয়সোর্ধ্বদের দেহে ব্যবহারের পূর্ণ অনুমোদন পায় টিকাটি।

আরও পড়ুন