অর্থনীতি

১৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে মুনাফা হার কমল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে সেপ্টেম্বর ২০২১ ০৫:১০:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৫ লাখ টাকার উপরে সঞ্চয়পত্রের ওপর মুনাফার হার কমালো সরকার। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে নতুন কেনার ক্ষেত্রে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপণ আকারে জানিয়েছে এমন সিদ্ধান্ত।

নতুন প্রজ্ঞাপণ অনুযায়ি, ১৫ লাখ টাকা পর্যন্ত ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার ও পারিবারিক সঞ্চয়পত্রসহ অন্যান্য স্কীমের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ১৫ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত প্রতিটি স্কীমে কামানোর হয়েছে মুনাফার হার।  ৩০ লাখ টাকার বেশি সঞ্চয়কারিদের মুনাফা হার কমেছে আরও বেশি।  

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ বছর মেয়াদি সঞ্চয়ে বিনিয়োগ ১৫ লাখের বেশি হলে প্রথম বছরে মুনাফা কমে হবে ৮ দশমিক পাঁচ চার শতাংশ। আর পারিবারিক সঞ্চয়পত্রে এ হার হবে ৮ দশমিক ছয় ছয়। তবে অপরিবর্তিত আছে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব, ইউ এস ডালার প্রিমিয়াম বন্ড এবং আইএস ডলার ইনভেস্টেমন্ট বন্ডের মুনাফার হার।

আরও পড়ুন