ভ্রমণ, জেলার সংবাদ

১ নভেম্বর খুলছে লাউয়াছড়া উদ্যান ও মাধবকুন্ড জলপ্রপাত

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৩১শে অক্টোবর ২০২০ ১২:৫১:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রায় সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুন্ড জলপ্রপাত পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে।

রবিবার (১ নভেম্বর) থেকে এই দুটি পর্যটন স্পট সীমিতভাবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করে জানিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে গত ১৯ মার্চ লাউয়াছড়া জাতীয় উদ্যান  ও মাধবকুন্ড জলপ্রপাত পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে পর্যটক ও বন্যপ্রাণি গবেষকদের প্রিয় প্রাঙ্গণ লাউয়াছড়া জাতীয় উদ্যানটি বন্ধ রয়েছে।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের উদ্যানটি দীর্ঘদিন ছিলো নীরব ও নিস্তব্ধ। দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় লাউয়াছড়া জাতীয় উদ্যান আগের পরিবেশে ফিরে গেছে। ফলে মনের আনন্দে বন্যপ্রাণি ঘুরে বেড়াচ্ছে উদ্যানের ভেতর সমতলে ও গাছ থেকে গাছের ডালে। একইভাবে পাহাড়ের উঁচু চূড়া থেকে নেমে আসা মাধবকুন্ড ঝর্ণাধারার সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছেন দর্শনার্থীরা।

আরও পড়ুন