শিক্ষা

২০ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুন ২০২১ ০৭:৩০:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

১৯শে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল ভর্তি পরীক্ষা। শুক্রবার বিকেলে এক সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। তবে, সভায় ভর্তি পরীক্ষার আবেদনের শেষ তারিখ ২৫শে জুন নির্ধারণ করা হয়েছে। ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পর্কিত কোর কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'আমরা তো পরীক্ষার জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি। প্রাথমিক আবেদন কার্যক্রম এখনও চলছে। এরপর আবার চূড়ান্ত আবেদন, এগুলো করতে সময় লাগবে। এখন পরীক্ষা নেয়ার মতো পরিবেশ নেই।'

এর আগে সমন্বিত ভর্তি কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ১৯শে জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

আরও পড়ুন