জাতীয়, ডেঙ্গু

২৪ ঘন্টায় আরও ১৮২ ডেঙ্গু রোগী হাসপাতালে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই অক্টোবর ২০২১ ০৬:০৭:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গেল ২৪ ঘন্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৯ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯১৬ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১৭৪ জন।

গত ১লা জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫২২ জন। আর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন