জাতীয়, ডেঙ্গু

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৭৫ জন হাসপাতালে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ৬ই সেপ্টেম্বর ২০২১ ০৭:৩৭:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ২২০ জনই ঢাকার ও ৫৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ২৩৩ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১০৭৪ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১৫৯ জন। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১২ হাজার ৯১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮০৬ জন।

স্বাস্থ্য অধিপ্তরের সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন