জাতীয়, ডেঙ্গু

২৪ ঘন্টায় আরও ১৯২ জন ডেঙ্গু আক্রান্ত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা অক্টোবর ২০২১ ০৫:১৮:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৯২ জন ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩০ জন ভর্তি হন।  এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯২২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৯২২ ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১৭৯ জন।

গত ১লা জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ৯৩৬ জন। তাদের মধ্যে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৪৩ জন। আর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৭১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন