জাতীয়, ডেঙ্গু

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৬ জন হাসপাতালে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩১শে আগস্ট ২০২১ ০৭:৪৩:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গেল ২৪ ঘন্টায় সারা দেশে আরও ২৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

৩০ আগস্ট সকাল ৮টা থেকে ৩১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া ২৬৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২২০ জনই রাজধানীর। আর বাকি ৪৬ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী এক হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৮৭ জন রোগী ভর্তি রয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরেরর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১০ হাজার ৩৫৬ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৯ হাজার ১১০ জন। ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে অধিদপ্তর।

আরও পড়ুন