ক্রিকেট

৩য় টি-২০ তে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে জুলাই ২০২১ ০৫:০৬:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে কাল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।

নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পরের ম্যাচেই হোচট। সহজ জয়ে সিরিজে সমতা ফেরায় জিম্বাবুয়ে। সব ডিপার্টমেন্টেই টাইগারদের থেকে এগিয়ে ছিলো সিকান্দার রাজার দল। তাই শেষ ম্যাচটি হয়ে গেছে অঘোষিত ফাইনাল। এ ম্যাচ দিয়েই শেষ হবে টাইগারদের জিম্বাবুয়ে সফর।

প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পার্টনারশিপ করা নাঈম-সৌম্যরা ব্যর্থ হয়েছেন ২য় ম্যাচে। তবে বোলিংয়ে শরিফুল, সাইফউদ্দীনরা ভালো পারফর্ম করায় আশাবাদী ক্যাপ্টেন মাহমুদউল্লাহ।

তামিমের নেতৃত্বে প্রায় এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে শেষ সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ। এর পর ২০১১ ও ২০১৩ সালে হেরেছিল। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও উড়ন্ত জয়ে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার দেখে বাংলাদেশ। বাজে ফিল্ডিং ও ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হারে বাংলাদেশ। চলতি জিম্বাবুয়ে সফরে এটিই বাংলাদেশের প্রথম হার।

আরও পড়ুন