আন্তর্জাতিক

৩০ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি নিউজিল্যান্ডে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে জানুয়ারী ২০২২ ১০:০৫:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রিশ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে নিউজিল্যান্ডে। নিত্যপ্রয়োজনীয় দব্যের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে বাসা ভাড়া ও অবকাঠামো নির্মাণ ব্যায়।

২০২১ সালের শেষের ৩ মাসে যুক্তরাষ্ট্রের বার্ষিক মূল্যস্ফীতি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা হয়। ভোক্তা সূচক বেড়ে দাঁড়ায় ৫.৯ শতাংশে, যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, দেশটিতে অবকাঠামোর নির্মাণ ব্যয় ও বাসাভাড়া অনেকে বেড়েছে। সেই সাথে পেট্রলের দামও বেড়েছে। দ্য রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড জীবনযাত্রার ব্যয় কমাতে পদক্ষেপ নেবে বলে ধারনা করা হচ্ছে।

গত দুই বছরে ব্যাংকটি সুদ হার বাড়িয়েছে। বর্তমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রম্তুত বলেও জানায় তারা।

এদিকে ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে তুরস্কও। ভোগ্য পণ্যের দাম আকাশচুম্বী হওয়ার পর আন্দোলনে নামে তুরস্কের সাধারণ মানুষ। তবে প্রেসিডেন্ট এরদোয়ানের পদক্ষেপের পর দেশটিতে মূল্যস্ফীতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন