জাতীয়, আইন ও কানুন

৪ মাস পর শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে বিচারকাজ শুরু হচ্ছে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১০ই আগস্ট ২০২০ ০৪:১৫:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চার মাস পর বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে স্বাভাবিক বিচারকাজ শুরু হচ্ছে।

আগামী বুধবার (১২ আগস্ট) শারীরিক উপস্থিতিতে ১৮টি বেঞ্চে বসবেন বিচারপতিগণ। আর ৩৪টি বেঞ্চে ভার্চুয়াল বিচারকাজ চলবে। সোমবার (১০ আগস্ট) সুপ্রিমকোর্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে।

১৪ই মার্চ থেকে অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিমকোর্ট। এরপর করোনাভাইরাস সংক্রমণের কারণে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচার কার্যক্রম বন্ধ থাকে চার মাস। পরে ১১ই মে থেকে হাইকোর্ট সীমিত পরিসরে ভার্চুয়াল বিচারকাজ শুরু করে।

৫ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচার কাজে ফিরেছে দেশের সব অধঃস্তন আদালত। তবে, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও চেম্বার আদালতে ভার্চুয়াল বিচার কাজ চলবে।

আরও পড়ুন