অপরাধ

৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৬ই মার্চ ২০২১ ০৮:৪৩:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে, মহেশপুরের শ্যমকুড় বিওপির নলবিলপাড়া ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। বিজিবির খোসালপুর বিওপির ৫ সদস্যের বিশেষ টহল দল নায়েক সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।

আটককৃত স্বর্ণ চোরাকারবারী আব্দুল মান্নান (৫৪) মহেশপুর উপজেলার শ্যমকুড় পশ্চিম পাড়ার ইউনুছ আলী মন্ডলের ছেলে। তার কাছ থেকে ৫টি বিদেশি স্বর্ণের বার, নগদ ৩৪ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৩.২০ গ্রাম। এ ব্যাপারে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন