অর্থনীতি

৫ বছরে এক হাজারের বেশি অর্থ পাচারের ঘটনার প্রমাণ

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ৯ই জুন ২০২১ ০৪:১৬:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গেল ৫ বছরে অর্থ পাচারের ১ হাজার ২৪টি ঘটনার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

যার অর্ধেক টাকাই দেশের বাইরে গেছে। বাকি অর্থ পাচার হয়েছে দেশের মধ্যেই।

বিএফআইইউ'র প্রতিবেদন বলছে, ২০১৫-১৬ অর্থবছরে ৫৮টি, ২০১৬-১৭ অর্থবছরে ১২১টি, ২০১৭-১৮ অর্থবছরে ৬৭৭টি, ২০১৮-১৯ অর্থবছরে ৫২টি ও ২০১৯-২০ অর্থবছরে ১১৬টি অর্থ পাচারের প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এর বাইরেও এ সময়ে সরকারের বিভিন্ন সংস্থার চাহিদার ভিত্তিতে ২ হাজার ২৯০টি ঘটনার তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্টদের সরবরাহ করে সংস্থাটি।

গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়। ৮৫ টাকা হিসাবে সেটি প্রায় ৬৪ হাজার কোটি টাকা। টাকা পাচার বন্ধে নতুন করে ১৫টি আইন তৈরির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালা।

আরও পড়ুন