বাংলাদেশ, জাতীয়

৬ই ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত ও ভুটান

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ৬ই ডিসেম্বর ২০২০ ০৭:০৪:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৯৭১ সালের এই দিন ৬ই ডিসেম্বরে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী দেশ ভারত। একই দিন স্বীকৃতি দেয় ভুটানও।

এই দিন অল ইন্ডিয়া রেডিওতে জানানো হয়, বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশটির সংসদ লোকসভায় এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেছিলেন, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশাল বাধার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম এক নতুন অধ্যায় রচনা করেছে। সর্তকতার সঙ্গে বিবেচনা করে ভারত সরকার বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তা আজই বাংলাদেশের প্রবাসী সরকারকে জানিয়ে দেয়া হবে। পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশের পাশে সেসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারত। ভারতের কয়েক ঘণ্টা আগে তারবার্তায় বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান।  

আরও পড়ুন