বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

৬০উর্দ্ধ ব্যক্তি সপ্তাহে একদিন স্পট রেজিস্ট্রেশন করে টিকা পাবেন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৯শে সেপ্টেম্বর ২০২১ ০৮:৩০:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ষাট বছরের বেশি বয়সিদের সপ্তাহে একদিন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেয়া হবে। সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম খুরশীদ আলম।

রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মহাপরিচালক জানান, এখন থেকে প্রতি মাসে ক্যাম্পেইন মাধ্যমে এক কোটিসহ প্রায় দুই কোটি টিকা দেয়া হবে। বারো বছরের উর্দ্ধে শিশুদের টিকা দেয়ার প্রস্তুতি চলছে বলেন জানান তিনি।

এসময় খুরশীদ আলম বলেন, দেশৈ পর্যাপ্ত টিকা আছে উল্লেখ করে টিকাদান কেন্দ্রে ভীড় কমাতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স এর বাইরে অডিটোরিয়ামেও টিকা দেয়া হবে।

আরও পড়ুন