জাতীয়, আইন ও কানুন

৬০ শতাংশ বাস ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ০২:০৪:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (১লা জুন) দুপুরে, ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব এ রিট আবেদন করেন। আগামীকাল মঙ্গলবার (২রা জুন) বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রবিবার (৩১শে মে) বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। বাসের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখ করা মোট আসনের অর্ধেক আসনের বেশি এবং দাঁড় করিয়ে কোনো যাত্রী বহন করা যাবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আর দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর সারা দেশে আজ সোমবার থেকে শুরু হয়েছে বাস চলাচল।

আরও পড়ুন