আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

৬ সিনেটরসহ ১১ মার্কিন নাগরিকের ওপর চীনের নিষেধাজ্ঞা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১০ই আগস্ট ২০২০ ০৮:৫৫:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হংকং ইস্যুতে এবার ছয় আইনপ্রণেতাসহ ১১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। হংকং ও চীনের কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জবাবে সোমবার এ পাল্টা নিষেধাজ্ঞা দিল বেইজিং।

হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ এনে শুক্রবার হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম-সহ ১১ চীনা কর্মকর্তারা বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।

এর পাল্টা হিসেবে সোমবার যুক্তরাষ্ট্রের সিনেটর টেড ক্রুজ, মার্কো রুবিও, টম কটনসহ দেশটির অলাভজনক সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভুল আচরণের জবাবে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এই নিষেধাজ্ঞার আওতা সম্পর্কে নির্দিষ্ট করে কোনও তথ্য দেননি তিনি।

আরও পড়ুন