জাতীয়

'৭০ হাজারের বেশি শ্রমিক ছাঁটাই করেছে পোশাক কারখানা মালিকরা'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৬ই জুন ২০২০ ০১:১১:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'১ হাজার ২০০ এর মতো পোশাক কারখানা বোনাস দেয়নি'।

৭০ হাজারের বেশি শ্রমিক ছাঁটাই করেছে পোশাক কারখানা মালিকরা। এক হাজার ২০০ এর মতো পোশাক কারখানা বোনাস দেয়নি। বিজিএমইএ সভাপতি ষড়যন্ত্র করছেন এবং তার দূরভিসন্ধি আছে। এমন অভিযোগ করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

তোপখানা রোডে বিক্ষোভ মিছিল শেষে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ইউনিয়ন কেন্দ্রের নেতাকর্মীরা বলেন, বাজেট সুবিধা পেতে এবং শ্রমিকদের ছাঁটাইজনিত আইনি সুরক্ষা না দিতেই বিজিএমইএ সভাপতি ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। সরকারের সাথে দরকষাকষির হাতিয়ার হিসেবে শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দিচ্ছেন পোশাক কারখানা মালিকরা। বেতন বাবদ ৫ হাজার কোটি টাকার সরকারি তহবিল নেয়ার পরও মালিকদের এমন আচরণ শোষণের শামিল বলে অভিযোগ ইউনিয়ন নেতাকর্মীদের।

মালিকরা তাদের বিলাসিতায় কোনও ছাড় দিচ্ছে না উল্লেখ করে, সরকারি নিষেধাজ্ঞা না মেনে এতদিন গোপনে শ্রমিক ছাঁটাই করছিলো শিল্পমালিকরা। এখন বিজিএমইএ সভাপতির প্রকাশ্যে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা মালিকদের আরো উৎসাহিত করবে।

আরও পড়ুন