ক্রিকেট

৯১ ক্রিকেটার তাদের মাসিক আয়ের অর্ধেক দিলেন কোয়াব তহবিলে  

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা এপ্রিল ২০২০ ০৯:১০:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনায় বিপর্যস্ত মানুষের সহযোগিতায় বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের চুক্তিবদ্ধ ৯১ ক্রিকেটার তাদের মাসিক আয়ের অর্ধেক ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াবের তহবিলে দিয়েছেন।

কোয়াবের বর্তমান ও সাবেক সকল ক্রিকেটার, ক্রিকেট সংগঠকদের সহায়তায় করোনা ক্রাইসিস মোকাবেলায় আর্থিক তহবিলের উদ্যোগ গ্রহণ করেছে। বৈশ্বিক এই ক্রান্তিকালে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের এমন মানবিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেছে কোয়াব কর্তৃপক্ষ।

সবার ঐকান্তিক চেষ্টায় করোনা মহামারি কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ, দেশের সকলের মতো কোয়াবের প্রত্যশাও একইরকম। এর আগে দেশের করোনা ক্রাইসিস মোকাবেলায় জাতীয় দলের ২৭ ক্রিকেটার তাদের একমাসের বেতনের অর্ধেক দিয়ে তহবিল গঠন করেন।  

আরও পড়ুন