অর্থনীতি

৯,২৪১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্প অনুমোদন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০১৯ ০২:৫৭:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

একনেকে ৯ হাজার ২৪১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে, রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

এরমধ্যে, সরকারি অর্থায়ন ৪ হাজার ৩১৫ কোটি ১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ সাহায্য পাওয়া যাবে ৪ হাজার ৯২৬ কোটি ২৪ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ৪টি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ২টি প্রকল্প রয়েছে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গত অর্থবছর প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক এক পাঁচ শতাংশ। তিনি আরও জানান, পেঁয়াজের দাম বাড়ায় নভেম্বরে এর আগের মাসের তুলনায়, ০.৫৮ শতাংশ বেড়ে মূল্যস্ফীতি হয়েছে ৬.০৫ শতাংশ।

আরও পড়ুন