খেলাধুলা, ফুটবল

‌১৭তম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ

Md. Riad Hossain

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই মে ২০২২ ০১:০৮:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আবারো চমক দেখিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ। ৩৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে, শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল। দুই লেগ মিলে মাদ্রিদের জয় ৬-৫ গোলে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সেকেন্ড লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৮৯ মিনিটের খেলা চলছে। তখনো ম্যানসিটির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ফাস্ট লেগে হারা রিয়াল মদ্রিদ। ৯০ তম মিনিটেই চমক। লং বল রিসিভ করে এগিয়ে দিতেই সিটির জালে বল জড়িয়ে দিলেন রিয়ালের ব্রাজিলিয়ান সুপার সাব রিদ্রিগো। ম্যাচে সমতা আনলেও ফাস্ট লেগে ৪-৩ ব্যবধানে হারায় মাদ্রিদ তখনো পিছিয়ে এক গোলে। ঠিক ঐ মুহুর্তে আবারো রদ্রিগো ম্যাজিক। ২ লেগে মিলিয়ে স্কোরলাইন তখন ৫-৫। চলছে অ্যাডেড টাইমের শেষ মুহুর্তে খেলা। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর অপেক্ষা। তখনই পেনাল্টি পেয়ে যায় রিয়াল। স্পট কিক নিতে এসে কোন প্রকার ভুল করলেন না বর্তমান বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার কারিম বেনজামা। অথচ ম্যাচের শেষ ৭ মিনিট বাদ দিলে চোখে পড়বে শুধুই ম্যানসিটির আধিপত্ত। একেবারে শুরুতে মাদ্রিদের প্রেসিংয়ে কিছুটা খাপছাড়া হলেও অতি দ্রুতই গুছিয়ে নেয় ম্যানসিটি। চালায় লাগাতার আক্রমণ।

সিটিজেনদের লাগাতার আক্রমণের ঝড়টা যায় রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার ওপর দিয়ে। তবে বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া আরও একবার প্রমাণ করে দিয়েছেন নিজের ক্লাস। সামলেছেন নিজের পুরোটা উজাড় করে দিয়ে। ফাস্ট হাফে কোন গোল না পেলেও সেকেন্ড হাফের মিনিট বিশেক হওয়ার আগেই লিড পেয়ে যায় ম্যানসিটি। রিয়াদ মাহরেজেরেজের গোলে বার্নাব্যুদে দু:স্বপ্ন নেমে আসে। তবে এর পররের গল্পটা তো সবারই জানা।

অবিশ্বাস্য প্রত্যাবর্তণের গল্প গিয়ে ১৭তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেল ইউরোপের সফলতম দলটা। ২৮ মের ফাইনালে ১৩বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ লিভারপুল। ইউরোপ শ্রেষ্ঠত্বে লড়াইয়ে রিয়ালের অপেক্ষা আরও একবার নিজেদের ছাড়িয়ে যাবার 

আরও পড়ুন