জাতীয়, রাজধানী, স্বাস্থ্য

‘অতিরিক্ত এন্টিবায়োটিক সেবন স্বাস্থ্য ঝুঁকির কারণ’

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই নভেম্বর ২০২১ ০৬:৫৪:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অতিরিক্ত এন্টিবায়োটিক সেবন স্বাস্থের জন্য ঝুঁকিপূর্ণ। চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক বেচা এবং সেবন করা যাবে না। ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বক্তারা। 

বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে ঔধষ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, পোল্ট্রি আর ফিস ফার্মিং এর ক্ষেত্রে মাত্রারিক্ত এন্টিবায়োটিক ব্যবহার হয়। এগুলো খেলে মানুষ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউকেএইড ও এম এসএইচ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘গরু মোটাতাজা করনের যে বিষয়গুলো থাকে অর্থাৎ সেখানেও এন্টিবায়োটিক মাত্রা অতিরিক্ত ব্যবহার করা হয়। এই সমস্ত গরুর মাংস যখন আমরা খাই, তখন আমাদের দেহেও সেই এন্টিবায়োটিকগুলো চলে আসে।’

আরও পড়ুন